মাস খানেকপেরে সন্তানের জন্ম দিতে চলেছেন করিনা কাপুর। সাইফ আলি খান প্রথম যখন মিডিয়ার সামনে করিনা কাপুরের প্রেগন্যান্সির কথা জানান। তখন থেকেই সাইফ-করিনা তাদের সন্তানের নাম কী রাখবেন, তা নিয়ে বিভিন্ন গুজব রটে যায়।
এমনও শোনা যায়, করিনার প্রেগন্যান্সি নিয়ে অতিরিক্ত মাথা ঘামানোর জন্যই নাকি তারা লন্ডনে সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে এবার সব গুজবের উত্তর দিলেন তিনি। সন্তানের নাম কী রাখবেন, তা নিয়েও মুখ খুললেন সাইফ।
সাইফ আলি খান বলেন, ‘সন্তানের নাম প্রসঙ্গে সমস্ত গুজব আমি শুনেছি। তাই সবাইকে এ প্রসঙ্গে বলতে চাই, আমরা এখনও জানি না আমাদের সন্তান ছেলে হবে নাকি মেয়ে। তাই এখনই নাম ঠিক করার প্রশ্নই ওঠে না। তবে একটা কথা বলতে পারি, আমরা আমাদের সন্তানের জন্ম দেওয়ার জন্য লন্ডনেও যাচ্ছি না। আর অবশ্যই আমাদের সন্তানের নাম সাইফিনা হবে না।’
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন