বলিউড সুপার স্টার সালমান খানের 'যমজ ভাই' থাকেন পাকিস্তানে! এমন কথা সালমান ভক্তরা কেউ কি কখনো শুনছেন?
যদিও সালমান ভক্তরা সবাই কমবেশি জানেন, আরবাজ খান আর সোহেল খান নামে সালমান খানের আরো দু'জন ভাই আছেন। আর বোনেদের তালিকায় রয়েছেন আলভিরা আর অর্পিতার নাম। কিন্তু তাদের মধ্যে সালমানের যমজ ভাইটি আবার কে! এদরে কেউ নয় তো? এমন প্রশ্নে জবাব এখনো মেলেনি। নিচের ছবিটি সালমান খান ও তার যমজ ভাইয়ের।
তবে শোনা যাচ্ছে, তার যমজ ভাই ভারতে নয়, তিনি হলেন পাকিস্তানের বাসিন্দা! যা সালমান ভক্তরা আস্তে ধীরে জানতে পারবেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার