সম্প্রতি মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত 'হৃদয় ছোঁয়া ভালোবাসা' ছবিতে চুক্তিবদ্ধ হন জায়েদ খান ও পরীমণি। অর্থাৎ আবারও পর্দায় উঠতে যাচ্ছে তাদের রসায়ন। আজ থেকে 'হৃদয় ছোঁয়া ভালোবাসা'র শ্যুটিং শুরু হবে। রাজধানীর উত্তরার 'আশ্রয় হাউজ'-এ ছবিটির ক্যামেরাবন্দির কাজ শুরু হবে। বাংলাদেশ প্রতিদিনকে জায়েদ খান বলেন, " আজ চম্পা ম্যাডাম, শিরিন শিলা ও আমি শ্যুটিং-এ অংশ নেবো। এছাড়া দু'একদিনের মধ্যে যোগ দেবেন পরীমণি।" বর্তমানে কলকাতায় আরেকটি ছবির কাজে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।
আবারও জায়েদ-পরীর রসায়ন দর্শকরা কেমনভাবে নিবে জানতে চাইলে জায়েদ বলেন, "আমাদের প্রথমবার কাজ হয়েছিল 'ভালোবাসার সীমান্ত' দিয়ে। এই ধারাবাহিকতা বজায় ছিল 'নগর মাস্তান'-এ। এছাড়া মালেক আফসারির 'অন্তরজ্বালা' ছবির কাজ শেষ করলাম একসাথেই। আশা করি এবারও দর্শকরা এ রসায়ন সানন্দে গ্রহণ করবেন।"
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর, ২০১৬/ আফরোজ/০৮