আবারও খবরের শিরোনামে কেআরকে। আর এবার তার নিশানায় সানি লিওন। সেলিব্রেটিদের সমালোচনার হাত ধরে বরাবরই খবরের শিরোনাম হতে ভালোবাসেন কামাল রশিদ খান। সুযোগ প্রায় হাতছাড়া করেন না বললেই চলে। আর এবার তার নজরে এলেন খোদ সানি।
জানা গিয়েছে, লন্ডনের একটি হলে সানির ‘বেইমান লভ’ ছবিটির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। এর পেছনে ঠিক কি কারণ রয়েছে, তা জানা না গেলেও, কামালের কাছে এই খবরটুকুই যথেষ্ট আলোড়ন সৃষ্টি করার জন্য। এই ঘটনার পর, তার একগুচ্ছ ট্যুইটে তিনি সানিকে নিয়ে, তার অতীত নিয়েও নাকি বিভিন্ন ধরনের মজা করেছেন।
না, এখানেই থেমে থাকেন নি কামাল। টেনে এনেছেন মিঃ পারফেকশনিস্ট আমির খানকেও। সানিকে সাপোর্ট করায় আমিরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আমির নাকি, 'বেশরম ইনসান'। আর খুব স্বাভাবিক নিয়মেই, বি-টাউনে দাবানলের মতো ছড়িয়ে গিয়েছে এই খবর। প্রথম সারির এমন অভিনেতা সম্পর্কে নিন্দনীয় মন্তব্য নতুন নয় কামালের কাছে। তবে সানি এবং আমিরের সঙ্গে এই বিবাদ কি সহজে পিছু ছাড়বে কেআরকের। এর জবাব দেবে সময়।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-১০