জম্মু ও কাশ্মীরে কর্তব্যরত বিএসএফ সেনারা নিজেদের জীবন বিপন্ন করে ভারতকে শত্রুদের হাত থেকে রক্ষা করে চলেছে। তাই মঙ্গলবার কাশ্মীরে বিএসএফের বেজ ক্যাম্পে যান বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। এই বলিউড অভিনেতা ক্যাম্পে গিয়ে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।
অক্ষয় কুমার নিজের চাটার্ড বিমানে করে জম্মুতে সেনাদের ক্যাম্পে পৌছান। প্রিয় অভিনেতাকে দেখতে মঙ্গলবার ক্যাম্পে প্রায় হাজার খানেক সেনা সেখানে হাজির ছিল। অক্ষয় কুমার ক্যাম্পে সেনাদের উদ্দ্যেশে বলেন, "ঘর পরিবার ছেড়ে দেশ রক্ষার জন্য আপনারা কাজ করে চলেছেন। আপনারাই ‘বাস্তবের হিরো’, আমি নই। আমি এসে গর্বিত অনুভব করছি আপনাদের সাথে দেখা করে।"
বলিউড এই অভিনেতা শহীদ সেনাদের পরিবারের জন্য ৮০ লক্ষ টাকা ইতিমধ্যে দিয়েছেন। জম্মু বি এস এফ ক্যাম্প থেকে অক্ষয় সোজা চলে যান মাথুরায় তার নতুন ছবি ‘টয়লেট-এক প্রেম কথা’ শুটিং এর জায়গায়।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-২