বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি হওয়া ফারহান আখতার-এর ‘দিল চাহতা হ্যায়’ ছবিটি বলিউডের সফল ছবির ভেতর একটি। ছবিটির সিক্যুয়েল আসছে, এ খবর পুরানো। কিন্তু নতুন খবর হল ‘দিল চাহতা হ্যায়-২’ ছবিতে দেখা যাবে তিন তরুণীর বন্ধুত্বের গল্প। আর শোনা যাচ্ছে তাতে অভিনয় করবেন হালের আলোচিত তিন বলি নায়িকা- আলিয়া ভাট, পারিনিতি চোপড়া এবং শ্রদ্ধা কাপুর।
হিন্দুস্তান টাইমসকে ফারহান আর জানান, “আমি এরকম কাজ পছন্দ করি। এই বছরের শুরুতেও আমি এই ব্যাপারে কথা বলেছি। এটা এখনই বলতে পারছি না কি হবে, সময়ই বলে দেবে! সিকুয়াল নিয়ে আমার মাথায় অনেক কিছু আছে, কিন্তু এটা কখন হবে এই ব্যাপারে কিছু বলতে পারছি না।”
আলিয়া গতবছর এইচটি ক্যাফেকে বলেছিলেন, “পারিনিতি, শ্রাদ্ধা এবং আমার উচিত ‘দিল চাহতা হ্যায়’ চিনেমার সিকুয়ালে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করা। আমার মতে এটা দারুণ হবে, মজার ব্যাপার হবে অনেক।”
ফারহান আকতার যদিও ব্যাপারটিকে উড়িয়ে দিয়েছিলেন প্রথমে। তবে পরে জানিয়েছেন, “এটা আমার মাথায় আছে, এটা নিয়ে ভাবছি আমি। কিন্তু এবার তিনজন মেয়ে থাকবে। দেখা যাক কি হয়।”
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-১০