আবারও একই মঞ্চে দেখা যাবে সালমান ও শাহরুখ খানকে। আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে শাহরুখের ‘ডিয়ার জিন্দেগি’। তার আগে রিয়েলিটি শো 'বিগ বস-১০' এর মঞ্চে ছবির প্রচারের জন্য আসবেন এই বলিউড বাদশাহ। আসতে পারেন ছবির নায়িকা আলিয়া ভাটও।
গত বছর নিজের ‘দিলওয়ালে’ ছবির প্রচারে এসে 'বিগ বস' এর মঞ্চ মাতিয়ে গিয়েছিলেন শাহরুখ খান। তার আগে মাঝে কয়েক বছর মুখ দেখাদেখি বন্ধ ছিল বলিউডের এই দুই খানের। তবে সালমানের বোন অর্পিতার বিয়েতে ফের কাছাকাছি আসেন দুজন। তারপর থেকে তারা একে অন্যের অনেক ভালো বন্ধু।
গাড়ি চাপা দিয়ে খুনের ঘটনায় সালমান খানকে মুম্বাইয়ের দায়রা আদালত রায় ঘোষণার দিনে তার বাড়ি চলে যান শাহরুখ। শাহরুখের সমস্ত পার্টিতেও এর পর থেকে দেখা যায় সালমানকে। এবার 'বিগ বস–১০' এর মঞ্চে হাজির হচ্ছেন শাহরুখ।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৫