শত্রু না হলেও নাকি খুব বেশি খাতির নেই বলিউড তারকা আমির-শাহরুখের। কিন্তু সেই গুজব উড়িয়ে শাহরুখ দিওয়ালিতে আমিরের বিছানায় বসে তাস খেলায় মজেছেন। খুব শিগগির আমিরের 'দঙ্গল' ছবিটি মুক্তি পাবে। তার আগেই শুধু শাহরুখের জন্যই বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা রেখেছেন আমির।
'দঙ্গল' ছবিতে কুস্তিগীর ফোগাটের চরিত্রে অভিনয় করেছেন আমির। এটি মুক্তি পাচ্ছে ২৩ ডিসেম্বর। সিদ্ধার্থ রয় কাপুরের সঙ্গে ছবিটি প্রযোজনা করছেন আমির ও তার স্ত্রী কীরণ। ছবিটি পরিচালনা করছেন নিতেশ তিওয়ারি।
বিডি প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/ফারজানা