'এই ছবিতে আমার যে চরিত্র তা সত্যিই অন্য ধরনের। প্রথমবারের মতো একজন ভূমি কর্মকর্তার চরিত্রে অভিনয় করছি। শুধু তাই নয়, দর্শকরা ভিন্ন লুকেও পাবে আমাকে।'
নিজের নির্মিতব্য ছবি 'খাস জমিন' নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে এমনটি বললেন চিত্রনায়ক সাইমন সাদিক।
গত ২রা নভেম্বর থেকে 'খাস জমিন' ছবির শুটিং গাজীপুরের হোতাপায়ায় শুরু হয়েছে। এতে সাইমনের বিপরীতে রয়েছেন হালের আলোচিত আইটেম কন্যা বিপাশা কবির। টানা একমাস ছবির শুটিং চলবে।
সাইমন আরও বলেন, গরিব ভূমিহীন মানুষদের গল্প ফুটে উঠবে এই ছবিতে।
শেখ ডেভিডের চিত্রনাট্যে 'খাস জমিন' পরিচালনা করছেন সরোয়ার হোসেন। ভিন্নধর্মী এই ছবিতে সাইমন ছাড়াও আরো অভিনয় করছেন বিপাশা কবির, রেবেকা, কাজী হায়াৎ প্রমুখ।
বিডি প্রতিদিন/ ০৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১০