ব্রিটেনের রানী এলিজাবেথের নাতি প্রিন্স হ্যারি অবশেষে একজন আমেরিকান অভিনেত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। তবে এ নিয়ে সংবাদমাধ্যমের খবরেরও সমালোচনা করেছেন প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে।
এক বিবৃতিতে তিনি বলেছেন, এ সম্পর্কের খবর সংবাদ মাধ্যমে আসার পর থেকে মেগ্যান মার্কল নামে তার প্রণয়িনীকে হয়রানি এবং গালাগালির শিকার হতে হচ্ছে।
কঠোর ভাষায় লেখা এই বিবৃতিতে প্রিন্স হ্যারি বলেছেন, যে সব নিবন্ধ পত্রপত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়েছে এবং এ নিয়ে এমন সব মন্তব্য করা হয়েছে - তাতে বর্ণবাদী মানসিকতার প্রকাশ ঘটেছে।
মেগ্যান মার্কল একজন আমেরিকান টিভি তারকা এবং তার মা কৃষ্ণাঙ্গ।
প্রিন্স হ্যারি বলেন, 'এসব লেখালিখি সীমা ছাড়িয়ে গেছে'। এতে তিনি মর্মাহত।
বত্রিশ বছর বয়স্ক হ্যারির বিবৃতিতে স্বীকার করা হয়, গত কয়েক মাস ধরে ৩৫ বছর বয়স্ক মেগ্যান মার্কলের সাথে তার সম্পর্ক চলছে।
বিবৃতিতে তিনি বলেন, মার্কলকে নিয়ে তাকে জড়িয়ে খবর বের হবার পর থেকেই মার্কলের পরিবারের লোকেরা ফটোগ্রাফার ও রিপোর্টারদের সামলাতে হিমশিম খাচ্ছেন, তাদের পুলিশ ডাকতে হয়েছে।
মেগ্যান মার্কল স্যুটস নামের টিভি সিরিজে অভিনয় করে পরিচিতি পান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ