ঐশ্বরিয়া রাই বচ্চন ও রণবীর কাপুর অভিনীত বছরের অন্যতম আলোচিত ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল' এখনও শীর্ষে রয়েছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে অজয় দেবগনের শিবায় ও টিম ইন্ডিয়ার সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনী নিয়ে ছবি এম.এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি।
১. অ্যায় দিল হ্যায় মুশকিল (ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা, ফাওয়াদ খান, শাহরুখ খান, আলিয়া ভাট, লিসা হেইডন, ইমরান আব্বাস)।
২. শিবায় (অজয় দেবগন, সায়েশা সায়গল, ইরিকা কার, অ্যাবিগেইল ইমস, বীর দাস, গিরিশ কারনাড, সৌরভ শুক্লা)।
৩. এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (সুশান্ত সিং রাজপুত, দিশা পাতানি, কিয়ারা আদভানি, ভূমিকা চাওলা, অনুপম খের, রাজেশ শর্মা)।
৪. মিরজিয়া (হর্ষবর্ধন কাপুর, সাইয়ামি খের, ওম পুরি)।
৫. টুটাক টুটাক টুটিয়া (প্রভু দেবা, তামান্না ভাটিয়া, সনু সুদ)।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৬/মাহবুব