নীল চোখের জাদু দিয়ে পুরো উপমহাদেশই জয় করে ফেললেন পাকিস্তানি যুবক আরশাদ খান। চা বিক্রি ছেড়ে এখন মডেলিংয়েই যার ব্যস্ত সময় কাটছে। বলিউড তারকা শাহরুখ খানও জানালেন, নীল চোখের অধিকারী আরশাদ খানকে তারও পছন্দ। শুক্রবার এক টুইটে নিজের এ পছন্দের কথা জানান তিনি।
আরশাদ খানের একটি সাক্ষাৎকার শাহরুখের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন এক ভক্ত। সেটি দেখেই টুইট করেন তিনি। লেখেন, 'কী মিষ্টি। সরলতার মধ্যেই সৌন্দর্য্য লুকিয়ে থাকে।' শাহরুখের টুইটটি এরইমধ্যে সাড়ে নয় হাজার লাইক পেয়েছে। সাড়ে তিন হাজার বার এটি রিটুইট করা হয়েছে।
ইসলামাবাদের বাজারে আরশাদ খান নামের ওই চা বিক্রেতাকে প্রথম ক্যামেরায় ধরেন চিত্র সাংবাদিক জাভেরিয়া আলি। ছবিটি সামনে আসতেই ইন্টারনেটে ঝড় ওঠে। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা পশতুন ওই যুবকের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ে ভারতেও। রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন আরশাদ। এ অল্প সময়েই বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ শেষ করেছেন। স্থানীয় টিভি চ্যানেলকে দেয়া ওই সাক্ষাতকারে নিজেকে শাহরুখ খানের মতো দেখতে লাগে বলে জানিয়েছেন আরশাদ।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/ফারজানা