বয়ফ্রেন্ডের সাথে মেয়ের চুমু খাওয়ার ছবি ছড়িয়ে পড়ায় চটেছেন অভিনেত্রী শ্রীদেবী। এরপর মেয়েকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে নিষেধ করে দেন তিনি। নিজে নায়িকা হয়েও বড় মেয়ে জাহ্নবীকে কেন এমন কড়া শাসনে বাঁধছেন শ্রীদেবী তা নিয়ে চলছে নানা গুঞ্জন।
বলিউডে শ্রীদেবীর ঘনিষ্ঠ-মহল বলছে, তিনি না কি অত্যন্ত রক্ষণশীল এক নায়িকা! কোন কাজ তিনি মায়ের সঙ্গে পরামর্শ না করে করতেন না। মায়ের শাসন মাথা পেতে নিয়েই তিনি বড় হয়েছেন। সেই জন্য শাসনটাই এখন ফিরিয়ে দিচ্ছেন মেয়েদেরও!
তবে আরও একটা কারণ থাকতে পারে। শ্রীদেবী হয়তো মেয়েকে জনতার অতিরিক্ত কৌতূহল আর বিতর্কের হাত থেকে আগলে রাখতে চাইছেন। তিনি তো ভালই জানেন, ভারতীয় সমাজে মেয়েদের নিয়ে কেমন কথা চালাচালি হয়! তার উপরে ভাইরাল হয়েছে বয়ফ্রেন্ড শিখর পাহরিয়ারের সঙ্গে জাহ্নবীর ঠোঁট ছোঁওয়ার দৃশ্য! সেটা দেখে দৃশ্যসুখ পাচ্ছেন অনেক বিকৃতমনস্কও! সেসব মা হিসেবে শ্রীদেবীর ভাল না-লাগারই কথা!
ফলে, ইচ্ছে না থাকলেও আপাতত প্রায় ঘরবন্দি হয়ে রয়েছেন জাহ্নবী। শুধু যে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করা বন্ধ, তা-ই নয়! পাশাপাশি, মেয়ের কাছাকাছি কোন ছেলে বন্ধুকেই ঘেঁষতে দিচ্ছেন না শ্রীদেবী! তার কেবল একটাই কথা- এখন ক্যারিয়ারে মন দিক জাহ্নবী! অনেক ছবির অফারই আসছে এক এক করে, তার কোন একটা সই করে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করুক তিনি! তবে, কোন ছবি করবেন জাহ্নবী, মনে হয় সেটাও ঠিক করে দেবেন শ্রীদেবীই!
বিডি প্রতিদিন/১২ নভেম্বর ২০১৬/হিমেল-০৯