‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির সাফল্যের আনন্দে পার্টির আয়োজন করেছিলেন ছবিটির পরিচালক করণ জোহর। সেই পার্টিতে অনেক নামি-দামি বলিউড সেলিব্রেটিরা এসেছিলেন। পার্টিতে হাজির ছিলেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনও। পার্টিতে সাবেক এই প্রেমিকের সঙ্গে সারাক্ষণ মেতে থাকতে দেখা গেল দীপিকা পাড়ুকোনকে।
অনেকদিন আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের। কিন্তু এখনও যে তাদের মধ্যে বন্ধুত্বটা বজায় রয়েছে তা বোঝা যায় তাদের একসঙ্গে সময় কাটানো দেখেই। ইদানীং প্রায় সব পার্টিতেই দীপিকার বর্তমান প্রেমিক রণবীর সিং উপস্থিত থাকেন তার সঙ্গে। তবে কাজের চাপে করণের এই পার্টিতে উপস্থিত থাকতে পারেননি তিনি।
অয়ন মুখোপাধ্যায়, আদিত্য রায় কপূর, পারিণীতি চোপড়া, কিরণ রাও এবং শাহরুখ খানসহ আরও অনেক বলি-তারকাই উপস্থিত ছিলেন এই পার্টিতে।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/তাফসীর-৯