যে কাজ করে প্রিয়াঙ্কা চোপড়া ভারতীয়দের মন জয় করেছেন এবার সেটাই তাকে অস্বস্তিতে ফেলেছে। মার্কিন টিভি সিরিয়াল 'কোয়ান্টিকো'র অ্যালেক্স প্যারিস চরিত্রটি করে হলিউডে জনপ্রিয়তা পেয়েছেন প্রিয়াঙ্কা। তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই বাড়তি জনপ্রিয়তা নিয়ে প্রিয়াঙ্কাও হাজির হচ্ছেন একের পর এক টক শো-তে।
সম্প্রতি 'ওয়াচ হোয়াট হ্যাপেনস অ্যালং উইথ স্ক্যান্ডালস' টক শোতে যোগ দেন প্রিয়াঙ্কা। এ টক শোতে বিখ্যাত মানুষজনদের ডেকে আনেন হোস্ট টোনি গোল্ডউইনহোয়েন আর তার পর তাদের ফেলেন অস্বস্তির মুখে। তাই প্রথম থেকেই বোঝা যাচ্ছিল, প্রিয়াঙ্কাকে নিয়েও ছেলেখেলা হবে শো-তে।
তার পরিচয় দিতে গিয়ে একদিকে যেমন ‘কোয়ান্টিকো’র সূত্রে এফবিআই-এর প্রসঙ্গ আসে, তেমনই ওঠে সন্ত্রাসবাদের কথাও! তার পরেই শুরু হয় সমস্যা! একের পর এক প্রিয়াঙ্কা অভিনীত বলিউড ছবির ভিডিও দেখানো হয় শোতে। এতে প্রচণ্ড অস্বস্তিতে পড়েন বলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম বলছে, শুধু প্রিয়াঙ্কাকেই নয়, এটা করা হয়েছে সব ভারতীয়দের হেয় প্রতিপন্ন করতে যে তারা কত সস্তা বিনোদনে মজে থাকে।
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/ফারজানা