‘পদ্মাবতী’ ছবিতে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন অভিনয় করলেও ছবিতে তাদের একই সঙ্গে দেখা যাবে না। সেই খবর আগেই শোনা গিয়েছিল যে ছবিতে একই ফ্রেমে থাকবেন না পদ্মাবতী ও আলাউদ্দীন খিলজি। ফ্রেমে না থাকলেও দীপিকার মুখ দেখবেন রণবীর। তবে সে দেখা হবে আয়নাতে।
সূত্র জানিয়েছে, একমাত্র আয়নাতেই পদ্মাবতীর মানে দীপিকার মুখ দেখতে পাবেন আলাউদ্দিন অর্থাৎ রণবীর সিং। তবে সে যেনতেন কোনো আয়না নয়। বিশেষভাবে নকশা করে বানানো হয়েছে এই আয়না। আয়নার চারপাশে থাকবে কাঠের চমৎকার নকশা। আয়নার এই নকশা হবে অত্যন্ত শৈল্পিক ও সুন্দর।
ছবিটিতে অভিনয় করেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও শহীদ কাপুর। রাজস্থানে অবস্থিত চিতরের রানির জীবনী নিয়ে ‘পদ্মাবতী’ ছবিটি নির্মিত হচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন সঞ্জয়লীলা বানসালি।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৬