শ্রদ্ধা কাপুর। অভিনয় দেখিয়ে ইতিমধ্যে বলিউডে আলাদা একটা জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। একই সঙ্গে ভক্তদের মনে। কিন্তু তার গানের গলাও যে ভালই, তা অনেকদিন আগেই বুঝিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি রক অন ২–তে বেশ কয়েকটি গান গেয়েছেন শ্রদ্ধা। এই সিনেমার বদৌলতেই সারা ভারত ও বিদেশেও গানের লাইভ অনুষ্ঠান করে চলেছেন তিনি।
সবাই বলছে, ছবিতে অভিনয়ের আগে বা শট দেওয়ার আগে যতটা টেনশন করেন তিনি, গানের মঞ্চে ওঠার আগে সেসব কিছুই হয় না শ্রদ্ধার। বরং হাজার হাজার লোকের সামনে গান গাইতে ভালই লাগে তার। দীর্ঘদিন ধরে ভারতীয় মার্গ সঙ্গীতের চর্চা করেছেন তিনি। শিখেছেন সেই ছোটবেলা থেকেই। কিন্তু এখন তো একেবারে ব্যান্ড মিউজিক।
শ্রদ্ধা বলেছেন, অভিনয়ের আনন্দ একরকম। আর এক্ষেত্রে হাজার মানুষের সশব্দ উপস্থিতির মধ্যে গান গাওয়াটা অন্যরকমের একটা অভিজ্ঞতা।
বিডি প্রতিদিন/ ১৩ নভেম্বর ২০১৬/মাহবুব