ভারতীয় সরকার ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিল ঘোষণা করায় গোটা দেশে শোরগোল পড়ে গেছে। যাদের কাছে বিপুল সংখ্যায় ওই নোট রয়েছে, তাদের চিন্তা আরও বেশি।
যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তকে বলিউডের অধিকাংশ অভিনেতাই সমর্থন করেছেন। সেই তালিকায় রয়েছেন শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চনও। আবার আরশাদ ওয়ারশিসহ অনেক অভিনেতাই এই সিদ্ধান্তের বিরোধিতায় মোদীর সমালোচনা করেছেন। বলিউডের কোন নায়ক, নায়িকা এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়লেন, তা এখনও বিস্তারিত তা জানা যায়নি।
তবে নায়ক সালমান খান নিজেই জানিয়েছেন, তার কাছে চারটি ১০০০ টাকার নোট এবং ছয়টি ৫০০ টাকার নোট রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে মোট সাত হাজার টাকা রয়েছে।
বর্তমানে হংকংয়ে থাকা এই অভিনেতা বলেন, নোটগুলো অচল হয়ে যাওয়ায় একটু সমস্যায় পড়তে হবে ঠিকই, দু’-তিনদিনের মধ্যে ব্যাংকে গিয়ে নোটগুলো বদলে নেবো।
তবে এমন সাহসী সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাই করেছেন সালমান খান। তিনি বলেন, মোদীর এই সিদ্ধান্ত কালো টাকার ওপর প্রবল আঘাত হেনেছে। এমন সিদ্ধান্তের জন্য মোদীকে আন্তরিক ধন্যবাদ জানাই।
বিডি প্রতিদিন/ ১৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১