'বাবা বলতেন, সারা বিশ্ব জুড়ে তুমি এত এত পুরষ্কার পাও। কিন্তু অস্কার পাও না কেন? বাবার দিকে তাকিয়ে শুধু হাসতাম আর বলতাম, বাবা আমি তো শুধু কমেডি আর অ্যাকশন মুভি করি।' - ৫৬ বছরের ক্যারিয়ারে ২০০টির বেশি ছবি করার পর সম্মানজনক অস্কার হাতে পাওয়ার পর এভাবেই নিজের অতীত হাতড়ালেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকাদের একজন। তিনি জ্যাকি চ্যান।
২৩ বছর আগে চলচ্চিত্রের কাজে জনপ্রিয় হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের বাসায় গিয়েছিলেন জ্যাকি চ্যান। এর আগেই অস্কার জিতেছিলেন স্ট্যালন। জ্যাকি চ্যান বলেন, 'আমি তার পদকটা স্পর্শ করেছি, চুমু খেয়েছি, গন্ধ শুকেছি।' চ্যান মুচকি হেসে বলেন, 'আমার বিশ্বাস স্ট্যালনের পদকে এখনো আমার আঙ্গুলের ছাপ আছে। ... পদকটা ধরে মনে মনে বলেছি, 'আমি সত্যিই এরকম একটা নিজের করে চাই। শেষ পর্যন্ত অস্কার অ্যাকাডেমির প্রেসিডেন্ট শেরিল বুন আইস্যাকের ফোন পেয়েছিলাম। বিশ্বাস করতে পারিনি। উল্টো জিজ্ঞেস করেছিলাম, 'আপনি কী নিশ্চিত যে আমি এটা পাচ্ছি!'
বিডি প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/ফারজানা