তেলেগু ছবি 'প্রতিনিধি' নিয়ে মেতে আছেন পশ্চিমবঙ্গের মানুষ। গতকাল সন্ধ্যা পর্যন্ত ইউটিউবে এই ছবি দেখেছেন প্রায় ২০ লাখ মানুষ। ভারতের একটি সংবাদপত্রের খবর, পশ্চিমবঙ্গজুড়ে বিশেষ করে গ্রামাঞ্চলে এই ছবি খুবই জনপ্রিয়তা পেয়েছে। ডাউনলোড করেই হোক বা অনলাইন— মানুষ যেন হুমড়ি খেয়ে পড়েছেন। আর এই ছবি দেখেই নাকি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় নোট নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্তত অনেকেই এমনটা ধারণা করছেন!
দক্ষিণী ছবি বরাবরই টলিউডসহ সারা ভারতে জনপ্রিয়। সম্প্রতি ‘প্রতিনিধি’ নামে একটি তেলেগু ছবি হঠাৎই পশ্চিমবঙ্গের মানুষের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। অনেকেই বলছেন, এই ছবির বক্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়েই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বড় নোট নিষিদ্ধ করার মতো একটি বৃহত্তর পদক্ষেপ গ্রহণ করেছেন?
'প্রতিনিধি'র গল্পটা এরকম: একজন সাধারণ মানুষ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীকে অপহরণ করেন, যাতে তিনি সব টাকা নিষিদ্ধ করে নিয়ে নতুন নোট বাজারে চালু করেন। এর ফলে সাধারণ মানুষের প্রতিনিধি এই ব্যক্তি চান সমস্ত কালো টাকার জালিয়াতরা এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের যেন শিক্ষা হয়। 'প্রতিনিধি' ছবিতে অভিনয় করেছেন নারা রোহিত।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ