আলোচিত সাবেক পর্নোস্টার সানি লিওন কিছু দিন আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমিরের মতো অভিনেতা হয়তো আমার সঙ্গে অভিনয়ে রাজি হবেন না।
সম্প্রতি সানির সেই ধারণা অনেকটাই ভুল প্রমাণ করলেন আমির। প্রথম নিজের বাড়ির দীপাবলির পার্টিতে তাকে আমন্ত্রণ জানালেন। এবার সানিকে অভিনয় শেখাতেও উৎসাহ দেখালেন আমির। নিজে সময় পাবেন না বলে নিজেরই শিক্ষক প্রকাশ ভরদ্বাজকে এই কাজে নিয়োগ করলেন আমির।
জানা যায়, ২০০৬ সালে ‘রং দে বসন্তি’ ছবির সময় থেকে আমিরের মেন্টরের ভূমিকায় কাজ করছেন ভরদ্বাজ। তিনি নিজেও নাটকের সঙ্গে যুক্ত। ‘দঙ্গল’-এ নিখাদ হরিয়ানার ভাষায় আমির কথা বলেছেন প্রকাশ ভরদ্বাজ অবদানেই।
সানির ব্যাপারে আমির খান জানালেন, সানি নিজের অভিনয় আর হিন্দি বলা নিয়ে খুব কষ্ট করছেন। গ্লিসারিন ছাড়া কাঁদতেও শিখে ফেলেছেন। আপাতত আরবাজ খানের বিপরীতে একটি ছবিতে অভিনয় করছেন সানি। তার অভিনয়টা আরো আকর্ষণীয় করতেই প্রকাশ ভরদ্বাজের কাছে শিক্ষা নেওয়া দরকার সানির।
বিডি প্রতিদিন/এ মজুমদার