জনপ্রিয় সংগীত তারকা টেইলর সুইফট ২০১৫ সালে কলোরাডোতে সাবেক ডিজে ডেভিড মুলার-এর বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করেছিলেন । ওই ঘটনার একটি ছবি গতকাল ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে।
যদিও মামলা দায়ের করার পর আদালত থেকে বলা হয়েছিল ওই ছবি কোথাও প্রকাশ না করতে। মুলার চাকরিও হারিয়েছিলেন এই সময়ে। তবে নিজের বিরুদ্ধে আসা সব অভিযোগ নাকচ করেছিলেন মুলার।
ই অনলাইন জানায়, টিএমজেড ২০১৩ সালের ওই ঘটনার একটি ছবি প্রকাশ করে। সেখানে দেখা যায় টেইলর, মুলার এবং আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে। এখানে মুলারের হাত টেইলরের পিছনে আছে বলেই দেখা যাচ্ছে।
এই ছবি তোলার সময়েই মুলার তার সাথে হয়রানিমূলক আচরণ করেছিলেন বলেই জানিয়েছিলেন সুইফ্ট, “ছবি তোলার সময়ে সে তাঁর হাত আমার জামার ভিতরে ঢুকিয়ে দেয়। সে আমার পশ্চাৎদেশে হাত দিয়েছিল, যতই চেষ্টা করছিলাম লাভ হয়নি। সে হাত সরায়নি। এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত ছিল। জীবনে কখনোই এরকম ঘটনার সম্মুখীন হতে হয়নি আমাকে।”
টেইলর-এর নিরাপত্তাকর্মী ডেন্ট ওইদিনের কথা স্মরণ করে বলেন, “আমি দেখেছিলাম ছবি তোলার আগে সে সুইফট-এর স্কার্টের ভিতরে হাত দিয়েছিল। এটা বোঝার পর সাথে সাথে সুইফট ওখান থেকে সরে যায়।”
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর,২০১৬/তাফসীর-১০