সিনেমার মঞ্চ কাঁপিয়ে এবার ভোটমঞ্চ কাঁপাতে চলেছেন আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। শোনা যাচ্ছে, আসন্ন ভারতের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে মায়াবতীর বিরুদ্ধে রিপাবলিকান পার্টির হাতিয়ার হতে চলেছেন তিনি।
রাখির ভোটে দাঁড়ানোর কথা গুজব নয়, রবিবার রাখি সাওয়ান্তকে প্রার্থী করার কথা জানিয়েছেন খোদ রিপাবলিকান পার্টির প্রধান তথা ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে।
উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়ছে রিপাবলিকান পার্টি। যদিও তার বিরুদ্ধে রাখির নির্বাচনে লড়া নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মায়াবতী।
আতাওয়ালে জানান, উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত বিজেপির সঙ্গে জোট করে ভোটে লড়ার কথাই ঠিক হয়েছে। তবে কোনভাবে বিজেপির সঙ্গে জোটের সিদ্ধান্তে নড়চড় হলে উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ২০০টি আসনেই তার দল প্রার্থী দিতে তৈরি বলে জানান আতাওয়ালে।