বয়স মাত্র ২৩। কিন্তু এরই মধ্যে বলিউডে নিজের একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেছেন আলিয়া ভাট। তাই বেছে বেছে স্ক্রিপ্টে সই করছেন তিনি। কিন্তু তারপরও একটা ভয় সব সময় নায়িকা তাড়া করে বেড়ায়। তা হলো হেরে যাওয়ায় ভয়।
সম্প্রতি এক সাক্ষাত্কারে আলিয়া ভাট বলেন, তার জীবনে একটাই ভয় রয়েছে। আর সেটা হেরে যাওয়ার। ব্যর্থতাকে ভয় করেন তিনি।
তিনি আরও বলেন, স্কুলে পড়ার সময় একবার রেসে হেরে গিয়েছিলাম। সেটাই তার স্কুল জীবনে একমাত্র হার। সেদিন নাকি এতটাই খারাপ লেগেছিল যে, তিনি নিজেকে বুঝিয়েছিলাম এটা আসল রেস নয়, সে জন্যই তিনি হেরে গিয়েছেন।’’
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব