শামছুল হক রাসেলের প্রযোজনা ও ডা. তানিয়া আলমের উপস্থাপনায় নিউজ টুয়েন্টিফোরের স্বাস্থ্যবিষয়ক আয়োজন স্বাস্থ্য সংলাপ। প্রতি শুক্রবার সকাল ১১টা থেকে সরাসরি সম্প্রচারিত হয় এ অনুষ্ঠানটি। শুরু থেকেই নিউজ টুয়েন্টিফোরের সাপ্তাহিক এই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ঘণ্টাব্যাপী এ আয়োজনে আলোচনা করা হয় স্বাস্থ্যের খুঁটিনাটি ও বিভিন্ন রোগবালাইয়ের প্রতিরোধ সম্পর্কে। এ সপ্তাহের প্রচারিতব্য পর্বটি হবে এর ২৫তম আয়োজন।
বিশ্ব কিডনি দিবস উপলক্ষ্যে সাজানো হয়েছে এবারের পর্বটি। স্থুলতা ও কিডনির রোগের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এতে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে কিডনির বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি প্রশ্নোত্তর পর্ব তো রয়েছেই।
শুরু থেকেই অনুষ্ঠানটি মূলত তিনটি ভাগে সজ্জিত থাকে। প্রথম অংশে বিষয়ভিত্তিক সমস্যার ওপর আলোকপাত, দ্বিতীয় অংশে টেলিফোনে দর্শকদের সমস্যার উত্তর প্রদান এবং শেষ অংশে নির্ধারিত বিষয়ের ওপর সমস্যার সারাংশ প্রদান।
বিডি প্রতিদিন/৭ মার্চ, ২০১৭/ফারজানা