বলিউডের দাবাং গার্ল সোনাক্ষী সিনহাকে এবার দেখা যাবে সাংবাদিক পরিচয়ে। তবে সোনাক্ষীভক্ত সিনেমাপ্রেমীদের কষ্ট পাওয়ার কারণ নেই। সিনেমা ছেড়ে সাংবাদিকতা পেশায় নামছেন না এ অভিনেত্রী। নতুন ছবি 'নূর' -এ সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে সোনাক্ষীকে।
পাকিস্তানি লেখিকা তথা সাংবাদিক সাবা ইমতিয়াজের উপন্যাস করাচি, ইউ আর কিলিং মি থেকে অনুপ্রাণিত নূরের চিত্রনাট্য। তবে ছবির প্রেক্ষাপট মুম্বাই। যেখানে সাংবাদিক হিসেবে বেশ বেগ পেতে হয় সোনাক্ষীকে। হাসির মোড়কে পুরো গল্প সাজিয়েছেন পরিচালক। তবে এরই মধ্যে রয়েছে টুইস্ট।
যাতে তুলে ধরা হবে সাংবাদিক ও মনুষ্যত্বের দ্বন্দ্বকেও। এপ্রিল মাসের ২৭ তারিখ মুক্তি পাবে এই ছবি। ছবিতে সোনাক্ষীর পাশাপাশি দেখা যাবে পূরব কোহলি ও শিবানি দাণ্ডেকরের মতো অভিনেতাদের। ক্যামিও চরিত্রে দেখা যাবে সানি লিওনকেও।
বিডি-প্রতিদিন/এস আহমেদ