‘বস ২’-এর সেটে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন অভিনেতা জিত্। তবে ভালো রকম আঘাত পেয়েছেন তিনি।
ছবিটির নির্মাতা সংস্থা গ্রাসরুট এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে শ্যুটিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি গাড়িকে দৌঁড়ে ধরতে যাচ্ছিলেন জিত্। সে সময় গাড়িটি রীতিমতো তকে ধাক্কা মেরে বেরিয়ে যায়।
সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা দৌঁড়ে ঘটনাস্থলে যান। দুর্ঘটনার পর বেশ যন্ত্রণা হচ্ছিল জনপ্রিয় এই অভিনেতার। তবুও তিনি শ্যুটিং শেষ করেন তিনি। ছবির পরিচালক বাবা যাদব জানিয়েছেন অভিনেতা আপাতত সুস্থ রয়েছেন।