তিন বছরের সংসারের ইতি টানছেন স্কারলেট জোহানসন। ইতোমধ্যেই স্বামী রোমেইন ডাউরিয়েকের সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেছেন এই হলিউড অভিনেত্রী। রোমেইন ডাউরিয়েকের আইনজীবী হ্যারল্ড মেরসন বিষয়টি নিশ্চত করেছেন।
হ্যারল্ড মেরসন জানান, মঙ্গলবার নিউ ইয়র্ক সিটি কোর্টে একটি মামলা দায়ের করেছেন ‘অ্যাভেঞ্জারস’ খ্যাত এই তারকা। তবে বিচ্ছেদের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি।
উল্লেখ্য ২০১৪ সালে সাবেক এই ফ্রেন্স সাংবাদিককে বিয়ে করেছিলেন জোহানসন। রোজ নামে তাদের সংসারে একটি মেয়ে রয়েছে। এর আগে ২০০৮ সালে হলিউড অভিনেতা রায়ান রেনোল্ডসের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন স্কারলেট। কিন্তু ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
বিডি-প্রতিদিন/ ১২ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫