খবরের শিরোনামে আসাটা অভ্যাসে দাঁড়িয়েছে রণবীর সিংয়ের। কখনও সিনেমা হলে গিয়ে উদ্দাম নৃত্য তো কখনও সোশ্যাল মিডিয়াতে ফটো এডিটিং অ্যাপের মাধ্যমে মজার মজার মুখ বানিয়ে পোস্ট দেন বলিউডের হার্টথ্রব।
স্ক্রিন কাঁপানোর বাইরেও ফ্যানেদের মন জয় করার অন্য রাস্তাও রণের ভালোই জানা আছে। এবার রণবীর একটু হটকেই প্রচারে এলেন। বরফের স্বর্গরাজ্য সুইজারল্যান্ডে রয়েছেন তিনি। এখানেই এক দুর্দান্ত কীর্তি ঘটালেন রণবীর। কী করলেন তিনি? আইস ক্রিকেট খেলার সঙ্গেই কমেন্ট্রিও করলেন। ফেসবুকে তাঁর এই ‘ডাবল রোল’-এর ভিডিও রীতিমতো ভাইরাল।
সেন্ট মোরিৎজের বরফআবৃত বাইশ গজেই রণবীর ব্যাটিং ও কমেন্ট্রি করেছেন একসঙ্গে। খেলার আগে বিপরীত দলের এক খেলোয়াড়কে জিজ্ঞাসা করলেন, “আজ যদি রণবীর জেতেন তাহলে সে কী পাবে?’’ বিদেশি সেই খেলোয়াড় তাঁর ভাঙ্গা ভাঙ্গা হিন্দিতেই বলেন, “হাম তুমকো দুগনা লগান দেগা।” এর পরেই শুরু হয়ে যায় বরফের মধ্যেই ধুন্ধুমার ব্যাট-বলের লড়াই।
রণবীরের ক্রিকেট ও কমেন্ট্রিতে মুগ্ধ স্বয়ং ধারাভাষ্যকাররাই। এক ধারাভাষ্যকার ফেসবুকে ওই ভিডিও দেখে লিখলেন,‘‘ হোয়াট আ ম্যাচ। এরকম খেলা আগে দেখিনি, আর ধারভাষ্যও অসাধারণ। রণবীর আপনি পরের বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় নিজেকে পরখ করতে পারেন।’’ এখানেই শেষ নয়, অন্য এক রণের ফ্যান লিখলেন,‘‘ রণবীর হ্যাটস অফ আপনাকে। আপনিই নিঃসন্দেহে ভারতের সেরা আইস ক্রিকেট চ্যাম্পিয়ন।’’ সুইজারল্যান্ড পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডর রণবীর নিজের সুনামেরই যথাযথ বিচার করলেন। দেখুন সেই ভিডিওটি-
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৭/হিমেল