জমজ সন্তান যশ-রুহিকে বাড়ি নিয়ে এসেছেন বলিউড নির্মাতা করণ জোহর। সন্তানদের জন্য বাড়ির ধরন বদলে ফেলেছেন তিনি। যশ আর রুহির জন্য বরাদ্দ হয়েছে স্পেশাল বেবিরুমও।
হালকা প্যাস্টেল রঙে এই বেবি রুমের ইন্টিরিওর ডিজাইন করেছেন চলচ্চিত্র প্রযোজক ও ডিজাইনার গৌরী খান। নতুন ঘরে গৌরীর সঙ্গে ছবি শেয়ার করে করণ টুইটারে তিনি লিখেছেন, অনেক ভালোবাসা আর আদর দিয়ে আমার বাচ্চাদের জন্য ঘর সাজিয়েছে গৌরী খান। এটা আমার স্বর্গ। গৌরীর জন্য ভালোবাসা রইল।
সারোগেশন পদ্ধতিতে ৭ ফেব্রুয়ারি জন্ম নেয় করণের দুই জমজ সন্তান রুহি ও যশ। অপরিণতভাবে জন্ম নেয়ায় তাদের রাখা হয়েছিলো আইসিইউতে। গত ২৯ মার্চ তার যমজ সন্তানদের বাড়িতে নিয়ে যান করণ জোহর।
বিডি প্রতিদিন/১ এপ্রিল, ২০১৭/ফারজানা