প্রবাসজীবনের ব্যস্ততা আর দূরত্বকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে বসবাসরত ১৯৮৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা মিলিত হয়েছেন এক হৃদয়ছোঁয়া মিলনমেলায়। 'নর্থ আমেরিকা-৮৩' ব্যানারে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্স বুলেভার্ডে অবস্থিত 'আগ্রা প্যালেস'-এর জমকালো মিলনায়তনে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংগঠিত হওয়া এই প্ল্যাটফর্মে শুধু পুরোনো সহপাঠীদেরই নয়, তাদের সন্তান-সন্ততিদেরও সম্পৃক্ত করে প্রজন্মান্তরে বন্ধনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেন শিকড়ের সঙ্গে সংযোগ হারিয়ে না ফেলে এমন চিন্তা থেকেই এই আয়োজনে তাদেরও সম্পৃক্ত করা হয়।
অনুষ্ঠানের শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। পরে সম্প্রতি জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা ও মোনাজাত করা হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি ও প্রাণখোলা আড্ডা। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন প্ল্যাটফর্মের অ্যাডমিন রুপালি (ডালাস, টেক্সাস) এবং নেইলি ইসলাম।
আনন্দঘন পরিবেশে গানে গানে সবাইকে মাতিয়ে তোলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রোকশানা মির্জা এবং তানজিম সজীব। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন আনিস সিদ্দিকী, শাহনাজ হায়াত রত্না, দেব, মঞ্জু, পাপ্পু, মনির, আতিক, জহির, স্বপন, শাহীন, বাদল, জাফর, বরকত, মূসা, সাংবাদিক আনিসুর রহমান, আরমান, কৌশিক, বাতেন, ফজলু, রানা, ফাহমিদা পারভিন, নওশাদ চৌধুরী, তারিক চৌধুরী, আলী উজজামান, মীর আলী বাপ্পি, নিনা গোস্বামী, লুত্ফুন্নেসা লিপি, জিন্নাহ, মোর্শেদা মায়া, সুমন, কেয়া, নার্গিস, জাকির, স্নিগ্ধা, জাহান, কেয়া রোজারিও, মীনা গোস্বামী, রেজা, নওশাদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রুপালি বলেন, 'আমরা চাই প্রবাসে থেকেও একে অপরের সঙ্গে মানবিক বন্ধনে জড়িত থাকি। এই বন্ধন শুধু স্মৃতির নয়, এটি হবে সমাজ ও দেশের কল্যাণেও নিবেদিত।'
বিডি প্রতিদিন/মুসা