কপিল শর্মার সঙ্গে দ্বন্দ্বের জেরে 'কপিল শর্মা শো' ছেড়েছেন সুনীল গ্রোভার। তবে এই কমেডি অভিনেতাকে ফের ফিরতে হচ্ছে সনি টিভিতে। তবে তা ‘দ্য কপিল শর্মা’ শোতে নয়। সম্প্রতি সনি টিভি চ্যানেলের একটি গানের রিয়েলিটি শোর চিত্রায়নে সুনীলকে দেখা গেছে। তবে গুজব উঠেছে তিনি হয়তো 'কপিল শর্মা শো'-তেই ফিরবেন।
তবে সব গুজবে জল ঢেলে সুনীল বলেছেন, ‘এগুলো সবই মিথ্যা। বর্তমানে আমি লাইভ শো করা ছাড়া আর কিছুই ভাবছি না।’
সম্প্রতি নিজের ভক্তদের উদ্দেশ্যে এক দীর্ঘ টুইট বার্তায় ৩৯ বছর বয়সী এই অভিনেতা তার ভক্তদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ভক্তদের ভালোবাসা ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। আপনাদের ভালোবাসার বর্ষণের কারণেই জনসাধারণের কাছে আমি পরিচিত। আমি একে আলিঙ্গন করে নিই। এটা আমার হৃদয়কে এমনভাবে ভরে দেয় যে ঘৃণার জন্য কোনো জায়গাই অবশিষ্ট থাকে না।’
তবে সনি টিভির এক সূত্র জানায়, অন্য গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য। সুনীল অবশ্যই সনি টিভির সেটে এসেছেন। কিন্তু তিনি ইন্ডিয়ান আইডলের একটি পর্বে অংশগ্রহণের জন্য এখানে এসেছেন। তিনি এখনো চ্যানলের চুক্তির অধীনে আছেন।
বিডি প্রতিদিন/ ১ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৪