অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমানের পূর্বপুরুষ এবং অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল গাজীর কাহিনী নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক 'দিরিলিস: আরতুগ্রুল'।
তুর্কি ভাষায় নির্মিত এ সিরিয়ালটি গত তিন বছর ধরে তুরস্কে জনপ্রিয়তা ধরে রেখেছে। ৪৩টি দেশে ২২টি ভাষায় নাটকটি প্রচারিত হয়েছে। 'দিরিলিস: আরতুগ্রুল' নাটকটির প্রতি পর্ব নির্মাণে খরচ পড়ে সাত মিলিয়ন মার্কিন ডলার। এ পর্যন্ত নাটকটির ৭৯ পর্ব প্রচারিত হয়েছে।
আগামীকাল ২ এপ্রিল থেকে নাটকটি প্রচারিত হবে মাছরাঙা টিভিতে। বাংলায় ডাবিংকৃত সিরিয়ালটি প্রচারিত হবে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টায়।
বিডি প্রতিদিন/১ এপ্রিল, ২০১৭/ফারজানা