কেন বাহুবলীকে খুন করলেন কাটাপ্পা? আসন্ন ‘বাহুবলী: দ্য কনক্লুশান’— ছবিতে এই প্রশ্নেরই উত্তর খুঁজবেন অধিকাংশ দর্শক। কিন্তু এই ছবির মূল রহস্য নাকি লুকিয়ে আছে অন্য জায়গায়। এ দাবি পরিচালক এস এস রাজামৌলির।
তার দাবি, বাহুবলীর সৎ মা শিবগামী এবং তার স্ত্রী দেবসেনার সম্পর্কের মধ্যেই লুকিয়ে রয়েছে এ ছবির নাটক। এই দুই চরিত্রে অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণন এবং অানুশকা শেট্টি।
রাজামৌলি বলেন, ''শিবগামী একটি বোল্ড চরিত্র। দেবসেনার চরিত্রও সমান গুরুত্বপূর্ণ। ২০-৩০ মিনিটের সিকোয়েন্সে এদের মধ্যেকার ভালবাসা-ঘৃণার সম্পর্ককে ধরা হয়েছে। পুরো বিষয়টা খুবই নাটকীয়। আমি যত বার দেখি সম্পাদনা করতে ভুলে যাই।''
পরিচালকের মন্তব্য- ''ছবিতে শিবগামী আর দেবসেনা চরিত্র দু'টি থাকায় আমি সত্যিই ভাগ্যবান।''
এদিকে শিবগামীর চরিত্রটি করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করে রাম্যা বলেন, ‘‘শিবগামীর চরিত্রটা খুব শক্তিশালী। এই চরিত্রটা করতে পেরে আমি সত্যিই দারুণ খুশি।’’ সূত্র: আনন্দবাজার
বিডি-প্রতিদিন/এস আহমেদ