অবশেষে নোবেল পুরস্কার গ্রহণ করলেন বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী বব ডিলান। স্টকহোমে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘ তিন মাস পর এই পুরস্কার গ্রহণ করেন তিনি।
সুইডেনের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বব ডিলান ওই ইভেন্টে নোবেলের জন্য কোনরকম বক্তব্য না রাখেননি। তবে তিনি বলেছেন, পরে তিনি নোবেলের জন্য বক্তব্য রাখবেন।
চলতি বছরের ১০ জুনের মধ্যে বব ডিলান নোবেলের জন্য বক্তব্য না রাখলে তাকে কোনো প্রাইজ মানি দেয়া হবে না।
বব ডিলানের অনুরোধে ওই ইভেন্টে কোনও সংবাদমাধ্যম উপস্থিত ছিল না। শনিবার পুরস্কার গ্রহণ করার পর ডিলান স্টকহোম ওয়াটারফ্রন্টের গানও পরিবেশন করেন। রবিবার সন্ধ্যাবেলায় তার আরও একটি কনসার্ট আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।
বিডি প্রতিদিন/২ এপ্রিল, ২০১৭/ফারজানা