গত বছরের কান চলচ্চিত্র উৎসবে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘রিস্ক’ এর প্রথম প্রদর্শিত হয়েছিল। এবার এটি মুক্তি পেতে যাচ্ছে টেলিভিশনের পর্দায়।
জানা গেছে, আমেরিকান কেবল নেটওয়ার্ক শোটাইম চুক্তিবদ্ধ হতে যাচ্ছে টেলিভিশন চ্যানেল নিওন টিভির সঙ্গে। এ গ্রীষ্মেই টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে প্রামাণ্যচিত্রটি। ‘রিস্ক’ নামের এ প্রামাণ্যচিত্রটির নির্মাতা লরা পোইত্রাস।
ছয় বছর ধরে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে তুলে ধরা হয়েছে সরকারি পর্যায় থেকে শুরু করে নানা স্তরের গোপন তথ্য সবার সামনে তুলে ধরার জন্য জুলিয়ান অ্যাসাঞ্জের উইকিলিকস গড়ে তোলার গল্প। সিনেমাটি নির্মাণ করতে গিয়ে ৫৩ বছর বয়সী আমেরিকান পরিচালক লরা পোইত্রাস সরাসরি যোগাযোগ করেছেন লন্ডনের একুয়েডর দূতাবাসে অবস্থানকারী অস্ট্রেলিয়ান কম্পিউটার প্রোগ্রামার, সাংবাদিক ও প্রকাশক অ্যাসাঞ্জের সঙ্গে। লরা বর্তমানে প্রামাণ্যচিত্রটিকে হালনাগাদ করার কাজে ব্যস্ত রয়েছেন।
এতে যুক্ত হবে ২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ে উইকিলিকস থেকে প্রকাশিত হওয়া হাজারখানেক ই-মেইলের গল্প থেকে শুরু করে একদম সর্বশেষ ঘটনাবলি।
এরই মধ্যে প্রামাণ্যচিত্রটির একটি ট্রেইলারও প্রকাশ করেছে শোটাইম। ‘হোমল্যান্ড’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানের মাঝে গত রোববার রাতে প্রচার করা হয় ট্রেইলারটি।
সূত্র: ভ্যারাইটি