মাত্র একদিনের ব্যবধানে ঘটে গেল অনেক নাটকীয়তা! দীর্ঘদিনের আড়াল ছেড়ে মিডিয়ার সামনে হাজির হলেন অপু বিশ্বাস। জানালেন শাকিব খানের সঙ্গে বিয়ের কাহিনী। তারপর তাদের ফুটফুটে ছেলে সন্তান আব্রাহাম খান জয়কেও দেখা গেল টিভিতে। আর পুত্রকে নিয়ে আচমকা উপস্থিতির কারণে বেশ চটেছিলেন শাকিব খানও। তবে বরফ গলেছে দুজনের মাঝে, সন্তান ও স্ত্রী দুজনকেই গ্রহণ করেছেন শাকিব।
কিন্তু এই একদিনে আব্রাহাম খান জয়কে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে খোলা হয়েছে অসংখ্য আইডি ও পেজ। যেখানে তার পরিচয় দেয়া হয়েছে ‘পাবলিক ফিগার’, ‘অ্যাক্টর’। আবার কোনোটায় ‘মুভি ক্যারেক্টার’, ‘ফ্যাশন মডেল’, ‘মুভি ইন্ডাস্ট্রি’, ‘মুভি/টেলিভিশন স্টুডিও’ ক্যাটাগরিতে খোলা হয়েছে অসংখ্য পেইজ।
এগুলো আবার জনপ্রিয় হচ্ছে খুব অল্প সময়ের ব্যবধানে। ফেইসবুকে আব্রাহাম খান জয়ের নামে যেসব পেজ খোলা হয়েছে সেগুলোর বেশিরভাগই গত একদিনে খোলা। আর লাইকের দিক থেকেও সেগুলোর কোনোটা এক, দুই আবার কোনোটা ইতোমধ্যে কয়েক হাজার ছাড়িয়েছে। বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই ঢাকায় চলচ্চিত্রের বর্তমানে আলোচিত দম্পতির সন্তান আব্রাহাম খান জয়ের নামে এসব আইডি খোলা হয়েছে।
এর আগে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অপু বিশ্বাস নিজেকে শাকিব খানের স্ত্রী দাবি করেন এবং তাদের ছয় মাস বয়সী সন্তান আব্রাহাম খান জয়কে সামনে নিয়ে আসেন। অপু বিশ্বাস জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয় ২০০৮ সালে। সর্বশেষ ১০ মাস অন্তরালে থেকে টেলিভিশনের মাধ্যমে জনসম্মুখে আসেন অপু বিশ্বাস।