পাওনা টাকা পরিশোধ না করার অভিযোগে অভিনেত্রী ও নির্দেশক আফসানা মিমির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। আজ মঙ্গলবার সংস্থাটির উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীম সাত্তার মিমু এ নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে বলা হয়, নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে বিকেএসপির পাওনা চার লাখ ৫২ হাজার টাকা পরিশোধ করতে হবে। অন্যথায়, কর্তৃপক্ষ পাওনা টাকা আদায়ের জন্য দেশের প্রচলিত আইন অনুযায়ী মিমির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে।
এদিকে, লিগ্যাল নোটিশ সম্পর্কে জানতে চাইলে আফসানা মিমি বলেন, এই ঘটনা পরিষ্কার করে বলতে হলে একটু পিছনে তাকাতে হবে। ২০১২ সালে 'রান' নামের একটি সিনেমা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়, সৌভাগ্যক্রমে যার দায়িত্বে আমি ছিলাম। কিন্তু ২০১৩ সালে 'রান' নামের ওই সিনেমাটির কাজ স্থগিত হয়ে যায়। ওই সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ছিলো কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া নামের প্রতিষ্ঠানটি এক সময় আমার হাতে নির্মিত হলেও, সিনেমাটির প্রযোজনাকে কেন্দ্র করে প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে কৃষ্ণচূড়ার মালিকানা হস্তান্তর করা হয়। এখন আর আইনত প্রতিষ্ঠানটি আমার দায়িত্বে নেই।
মিমি আরও বলেন, 'রান' সিনেমার শুটিংয়ের জন্য বিকেএসপিতে আমরা লোকেশন দেখি। 'রান' এর গল্প মুক্তিযুদ্ধ ও ক্রিকেট বিষয়ক হওয়ায় শুটিংয়ের জন্য আমাদের বিকেএসপির লোকেশন প্রয়োজন ছিল। শুটিংয়ের জন্য তৎকালীন ডিজি, বিকেএসপি আমাদেরকে অনুমতি দেন এবং ভাড়া ইত্যাদির বিষয়টিও নির্ধারিত হয়। কিন্তু সিনেমার কাজ স্থগিত হয়ে যাওয়ায় আমরা সেখানে কোন শুটিং করিনি। পরবর্তীতে বিকেএসপি থেকে আমাদেরকে জানানো হয়, আমাদের কাছ বিলের কিছু অর্থ তাদের প্রাপ্য হয়েছে, কারণ আমরা তাদের কিছু রুম বুক করে রেখেছিলাম।
তিনি বলেন, আমিও তার প্রেক্ষিতে একটি আবেদন পাঠাই যে আমরা যেহেতু কোন কাজই করিনি এবং যদি কোন বিল তারা নির্ধারণ করেও থাকেন তা যেন মওকুফ করে দেওয়া হয়। কারণ আমাদের সিনেমার কাজটিই স্থগিত হয়ে গিয়েছে। তারপর আর কোন কিছু বিকেএসপি থেকে আমাদেরকে জানানো হয়নি।
মাস খানেক আগে আমাদের সিনেমার একজন সহকর্মী আমাকে জানান বিকেএসপির প্রতিনিধি বিষয়টি নিয়ে কথা বলতে চান। আমি সাথে সাথে বিকেএসপিতে ফোন করি এবং জানাই, আমি বর্তমান ডিজি, বিকেএসপির সাথে দেখা করে একটি সমাধানে আসতে চাই। বিকেএসপি কতৃর্পক্ষ যেন বিল মওকুফ করে, কারণ আমরা কোন শুটিং করিনি। অথবা যদি তারা কোন বিল দাবি করেন তাহলে আমি প্রযোজনা প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করবো। তাদের প্রতিনিধি অলিক সাহেব জানান যে তিনি ডিজি, বিকেএসপির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে জানাবেন। কিন্তু বিকেএসপির পক্ষ থেকে আমার সাথে আর কোন যোগাযোগ করা হয়নি।
মিমি বলেন, লিগ্যাল নোটিশের বিষয়ে জানতে চাইলে বিকেএসপির বর্তমান ডিজি জানান যেহেতু আইনি পদক্ষেপ নেওয়া হয়ে গেছে, তাই এখন আর তাদের কিছু করার নেই। এটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিষয়।
তাহলে এখন আপনার করণীয় কী? এবার আফসানা মিমি বলেন, এখন যেহেতু আমি আর কৃষ্ণচূড়া নামক প্রতিষ্ঠানটির দায়িত্বে নেই, তাই আমি এই বিষয়টি যথাযথ কতৃপক্ষকে অর্থাৎ প্রযোজনা প্রতিষ্ঠানকে অবহিত করে আমার দায়িত্ব শেষ করবো।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/মাহবুব