সালমান খানকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তারপরও তিনি তো মানুষ। বলিউডে তার আধিপত্য থাকলেও তারও অক্ষমতা রয়েছে। আর সেটা নিজের মুখেই সেটা স্বীকার করলেন বলিউড সুপারস্টার।
মঙ্গলবার ‘দা হিট গার্ল’নামের একটি বই-উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন সালমান খান। সেখানে গিয়েই নিজের এই অক্ষমতার কথা স্বীকার করেন তিনি। ৫১ বছরের অভিনেতা বলেন, ‘আমার মনে হয়, একটা বই লিখে ফেলা সব থেকে সাহসিকতার কাজ। আমার নিজের পক্ষে কোনও দিন কোনও বই লেখা সম্ভব নয়।’
নিজের মুখে সালমান খানও একথা বললেও ‘দা হিট গার্ল’-এর ভূমিকা কিন্তু তিনিই লিখেছেন। ফলে তাঁর বক্তব্য কতটা সৎ স্বীকারোক্তি আর কতটা বিনয়োক্তি— সেই নিয়ে সন্দেহ রয়েছে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/মাহবুব