ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান খুব ভালো মিথ্যা কথা বলতে পারেন বলে মন্তব্য করেছেন বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট এর উপস্থাপক খালেদ মুহিউদ্দীন। আজ রাতের একটি লাইভ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অপু বিশ্বাসকে নিয়ে ঘটে যাওয়া নানা ঘটনা জানতে চাওয়ার এক পর্যায়ে শাকিবকে খালেদ বলেন, 'এর আগে অনুষ্ঠানে আপনি ও অপু বিশ্বাস এসেছিলেন, তখন জানতে চাওয়া হয়েছিল আপনারা বিয়ে করছেন বা করেছেন কিনা। তখন আপনি উত্তর দিয়েছিলেন এ ধরনের কোন সম্ভাবনা নেই।'
এরপর খালিদ হেঁসে বলেন, 'আপনি কিন্তু মিথ্যা কথাটা ভালোই বলতে পারেন।'
বিডি প্রতিদিন/১১ এপ্রিল ২০১৭/হিমেল