কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী তার 'রাজকাহিনী'র হিন্দি রিমেক বানিয়েছেন। 'বেগমজান' শিরোনামে ওই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। এছাড়াও আছেন নাসিরুদ্দিন শাহের মতো জনপ্রিয় তারকারা। এদিকে 'রাজকাহিনী'তে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানসহ অনেকে।
সম্প্রতি নাম 'বেগমজান' ও 'রাজকাহিনীর কলাকুশলীদের নিয়ে আড্ডার আয়োজন করেন নির্মাতা। সেখানে বিদ্যা বালানের সঙ্গে আড্ডায় মেতে উঠতে দেখা গেছে জয়া আহসানকে। বিদ্যা বালানের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে জয়া লিখেছেন, 'টিম রাজকাহিনী ভার্সেস টিম বেগমজান'।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/ফারজানা