আনন্দ এল রাইয়ের পরবর্তী ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের করার কথা ছিল দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের। রণবীর কাপুরের সাবেক প্রেমিকাদের একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে ছিলেন বলিউডপ্রেমীরা।
খুব শীঘ্র ছবির শ্যুটিং শুরু হওয়ারও কথা। কিন্তু বুধবার বলিউড লাইফ জানিয়েছে, ছবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দীপিকা।
একাধিকবার শ্যুটিং সেটে হামলা হওয়ার 'পদ্মাবতী'য় বেশ কিছু দৃশ্য আবারও শ্যুট করতে হচ্ছে। ফলে ছবির কাজ শেষ করতে বাড়তি সময় লাগছে নির্মাতা সঞ্জয় লীলা বানশালির। ছবিটিতে আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন দীপিকা। তাই বাধ্য হয়েই শাহরুখের ছবিতে কাজ করতে পারছেন না তিনি।
'পদ্মাবতী' ছবির মূল চরিত্র রানী পদ্মিনীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা। এতে আরও অভিনয় করছেন শহীদ কাপুর, রণবীর সিং ও সোনু সুদ। ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৭ নভেম্বর।
বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/ফারজানা