‘দাবাং’ ছবি দিয়ে অভিনয়ের দুনিয়ায়ে পা রেখেছিলেন সোনাক্ষি সিনহা। এরপর একে একে ‘দাবাং ২’, ‘তেভার’, ‘আর রাজকুমার’, ‘রাউডি রাধোড়’, ‘আকিরা’, ‘লুটেরা’ মতো দর্শক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। সামনে তার নতুন ছবি ‘নূর’ মুক্তির অপেক্ষায়। সেখানে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে তাকে। পর্দার স্পষ্টবাদী সোনাক্ষি এবার বাস্তব জীবনেও একই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
অতীতে বলিউডের পারিশ্রমিক নিয়ে সরব হয়েছিলেন আনুশকা শর্মা, শাহরুখ খান, রাধিকা আপ্তে, কারিনা কাপুর, কঙ্গনা রানাউতরা। এবার একই সুর শোনা গেল সোনাক্ষির গলাতেও।
সোনাক্ষির দাবি, যদি একটি ছবি নিজের কাঁধে নিয়ে বের করে দিতে পারেন বলিউড অভিনেত্রীরা, তাহলে কেন তাঁরা কম পারিশ্রমিকে কাজ করবেন নায়কদের তুলনায়। তার প্রশ্ন, একজন অভিনেত্রী যখন তাঁর কাঁধে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে একটি ছবি হিট করাচ্ছেন, বক্স অফিস থেকে ভাল রিটার্ন আসছে, তাহলে পারিশ্রমিকের সময় ফারাক কেন?
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/মাহবুব