অভিযোগ-অনুযোগ যাই থাকুক বন্ধনটা তো আত্মার। তাই তো এত কিছুর মধ্যেও শাকিব খানের অসুস্থতার কথা শুনে হাসপাতালে ছুটে গেলেন অপু বিশ্বাস। দেখাও হলো দু'জনের। তবে খুব বেশি সময়ের জন্য নয়।
বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তাদের দেখা হয়। এ সময় অপুর কোলে ছিল তাদের সন্তান আবরার খান জয়।
এর আগে বিকেল ৫টা ৪০ মিনিট নাগাদ শাকিবকে দেখতে বোরকা পরে হাসপাতালে ছুটে যান তার স্ত্রী নায়িকা অপু ইসলাম খান (অপু বিশ্বাস)। প্রায় পাঁচ মিনিট হাসপাতালে ছিলেন অপু। পরে সেখান থেকে ফিরে যান তিনি।
সকাল থেকেই বুকে ব্যথা বোধ করছিলেন শাকিব। পরে আত্মীয়-স্বজনের পরামর্শে দুপুর ১২টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার ইসিজিসহ কিছু পরীক্ষা করা হয়।
শাকিবের ব্যক্তিগত সহকারী সবুজ জানান, আজ শাকিব হাসপাতালেই থাকবেন। তবে এখন তিনি ভালো আছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ