রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা শাকিব খান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
তবে চিকিৎসকদের পরামর্শে আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে তাকে। বৃহস্পতিবার রাতে ল্যাবএইড হাসপাতালের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
হঠাৎ অসুস্থ হয়ে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান।
জানা গেছে, শাকিব খান প্যানক্রিয়াসের সমস্যায় ভুগছেন। বিকেলে হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সঠিক রোগ নির্ণয়ের জন্য গ্যাস্ট্রোএন্টালজিস্ট ও হেপাটোবিলিয়ারি সার্জনকে দেখানোর পরামর্শ দিয়েছেন। এ দুই বিশেষজ্ঞ চিকিৎসক দেখার পর শাকিবের চিকিৎসা পুরোপুরি শুরু হবে।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৭/এনায়েত করিম