বলিউডের 'দাবাং' (সাহসী) তারকা হিসেবে সুনাম আছে সালমান খানের। সব সিদ্ধান্ত তিনি নিজেই নেন। এ ব্যাপারে কে কী বললো তাতে মাথা ঘামান না। কিন্তু তিনিই কী না দাবী করেছেন তার সাহস নেই।
সম্প্রতি বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে হাজির হন সালমান। সেখানেই সালমানকে তার আত্মজীবনী লেখার বিষয়ে প্রশ্ন করা হয়।
উত্তরে সালমান বলেছেন, আমি কখনও আমার জীবনের কথা তুলে ধরতে চাইনি। আত্মজীবনী লেখার জন্য যথেষ্ট সাহস দরকার। কিন্তু আমার মনে হয় না, জীবনের সমস্ত ঘটনা তুলে ধরার মতো এতটা সাহস আমার আছে! শুধু এখন নয়, পাঁচ বছর পরেও আমি লিখব না।
বলিউডে করণ জোহর, ঋষি কাপুর, রেখার আত্মজীবনী নিয়ে আলোচনায় ঝড় উঠেছিল। কিন্তু এদের চেয়ে বলিউডে বেশি আলোচিত এবং জনপ্রিয় সুপারস্টার সালমান খান। তার আত্মজীবনী প্রকাশ পেলে মুহূর্তেই তা সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় স্থান করে নেবে। কার তার জীবনটা বেশ বর্ণাঢ্য ও বিতর্কে ভরপুর।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/ফারজানা