রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা শাকিব খান এখন পুরোপুরি সুস্থ। আজ শুক্রবার বিকেলে তিনি বাসায় ফিরবেন। শাকিব খানের বন্ধু ও প্রযোজক মোহাম্মদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।
হঠাৎ অসুস্থ হয়ে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান।
ডাক্তারের উদ্ধৃতি দিয়ে মোহাম্মদ ইকবাল বলেন, ‘শাকিব গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন। আগামী চার দিন টানা বিশ্রাম করতে বলেছেন ডাক্তাররা। তবে আজ বিকেলে শাকিব খানের বাসায় ফেরার কথা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘চিকিৎসাধীন শাকিব দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এছাড়া পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।’
উল্লেখ্য, গত সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সরাসরি অনুষ্ঠানে শাকিব খানের স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাস এলে আলোচনায় আসেন শাকিব খান।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৭/এনায়েত করিম