ইরানের রাজধানী তেহরানে আগামী ২১ এপ্রিল ৩৫তম ফজর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল (এফআইএফএফ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে তরুন নির্মাতা সৈয়দ মিনহাজ হোসেন এই আয়োজনের ‘ট্যালেন্ট ক্যাম্পে’ অংশগ্রহণ করতে যাচ্ছেন। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ইরানের বিখ্যাত চলচ্চিত্র ‘ডটার’ নির্মাতা রেজা মিরকারিমী।
বাংলাদেশের একজন সতন্ত্র তরুন নির্মাতা হিসেবে সৈয়দ মিনহাজ হোসেন কাজ করেছেন বিভ্ন্নি চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে। ‘ফজর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল(এফআইএফএফ)’ অনুষ্ঠানে যাবার সুযোগ পেয়ে সৈয়দ মিনহাজ হোসেন জানান, ‘বরাবরের মত এই ফেস্টিভালে অংশগ্রহণ করবেন হলিউড বলিউড ও বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতারা। তাই বাংলাদেশের একজন তরুন নির্মাতা হিসেবে প্রথম কেউ এত বড় আয়োজনে অংশ গ্রহণ করছে আর সেটা আমি, বিষয়টি জানতে পেরে আমার খুব ভাল লাগছে। আমি চেষ্টা করব ওখানে গিয়ে আমার দেশের সংস্কৃতিকে তুলে ধরতে। বাংলাদেশের চলচ্চিত্রকে পৃথিবীর সব বড় বড় নির্মাতাদের সামনে তুলে ধরতে’।
তিনি আরও জানান, ‘উৎসবের অফিসিয়াল সিলেকশনে তৌকীর আহমেদ স্যার পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি রয়েছে যা কিনা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এবং ভবিষ্যতে আমরা আরও অসংখ্য ভাল চলচ্চিত্র পাঠাতে পারব বলে আমার বিশ্বাস’।
উল্লেখ্য সৈয়দ মিনহাজ বর্তমানে রাজধানীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাল্টিমিডিয়া এ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিষয়ে পড়াশোনা করছেন। এছাড়া তিনি ২০১৫-১৬ সনে কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ স্কলারশীপের আওতায় যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত কলেজ অব ডি-উপেজ হতে ভিএফএক্স ও এ্যানিমেশন বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট অর্জন করেছেন। এর আগে ২০১৩ সনে এশিয়া সামার প্রোগ্রামে ইউনিভার্সিটি মালয়শিয়া পার্লিসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
বিডি প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৬