শচীন টেন্ডুলকার নামটি গণ উন্মাদনার মতো গত ২৬ বছর ধরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে যেন মূল ‘স্লোগান’ হয়ে দাঁড়িয়েছিল। স্টেডিয়াম কাঁপিয়ে ওঠা ‘শচীন’ নামের সেই গর্জনে বুক কেঁপে যেত প্রতিপক্ষ দলের।
আবার ফিরছে সেই ‘শচীন’ নামের উন্মাদনা। তবে ক্রিকেটের ময়দানে নয়, এবার এই ‘শচীন’ উন্মাদনা ফিরছে সেলুলয়েডে। গত কয়েক বছর ধরেই শচীন টেন্ডুলকরের জীবন নিয়ে তথ্যচিত্র তৈরির কাজ চলছে। অবশেষে মুক্তি পেয়েছে ‘শচীন: আ বিলিয়নস ড্রিমস’-এর ট্রেইলার। আর মুক্তিতেই ‘হিট’ ট্রেইলারটি। ১৪ তারিখ ট্রেইলারটি ইউটিউবে আপলোড হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৮০ লক্ষ মানুষ তা দেখেছেন। লাইকের সংখ্যাও লক্ষাধিক। ‘ট্রেইলার’কে ঘিরে শচীন-প্রেমীরা খুবই উচ্ছ্বসিত।
ট্রেইলারেই বেশকিছু চমক দেওয়া হয়েছে। ছবির সূত্রধর হিসাবে শচীনের নিজের গলাকেই ব্যবহার করা হয়েছে। ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন এমএস ধোনি। শচীন নিজের টুইটার অ্যাকাউন্টে তার উপরে তৈরি হওয়া বায়োপিকের পোস্টার এবং ট্রেইলার শেয়ার করেছেন এবং সেই সঙ্গে সকলকে আহ্বান করেছে তার বায়োপিক দেখার জন্য। ২৬ মে মুক্তি পাচ্ছে ‘শচীন: আ বিলিয়নস ড্রিমস’।
বিডি প্রতিদিন/ ১৫ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত