বাহুবলীর কোনো পর্বেই তাঁকে দেখা যায়নি। তবুও ওই ছবিটি সুপারস্টার হিট হওয়ার পর থেকেই প্রায় আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী শ্রীদেবীর নাম। এর কারণ রাজমাতা শিবগামীর চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে শ্রীদেবীকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি।
আনন্দবাজার পত্রিকার খবর, রাজমাতা শিবগামীর চরিত্রে রাম্যা কৃষ্ণণ নন, পরিচালক এস এস রাজামৌলির প্রথম পছন্দ ছিলেন শ্রীদেবী। তবে এই অফারে সায় দেননি তিনি। বরং বাহুবলীকে সরিয়ে তামিল পিরিয়ড ড্রামা ‘পুলি’তে রানির ভূমিকায় অভিনয় করতে রাজি হন শ্রীদেবী। শিবগামীর চরিত্রে দেখা যায় রাম্যা কৃষ্ণনকে। এর পরের কাহিনী তো ইতিহাস! বক্স অফিস কালেকশনের দিক থেকে দেশের সবচেয়ে সফল ফিল্মের তকমা জোটো ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর।
পুলিতে শ্রীদেবী
অন্যদিকে, সিনেমা হলে দর্শক টানতে রীতিমতো মুখ থুবড়ে পড়ে ‘পুলি’। অথচ চলতি বছরের এপ্রিলে রিলিজের পর এখনও পর্যন্ত থামেনি বাহুবলীর দৌড়। দেশ-বিদেশ মিলিয়ে ইতিমধ্যেই ১৭ হাজার কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি।
বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৭/মাহবুব